গ্রেফতার করে সরকারের শেষ রক্ষা হবে না: নীরব
স্টাফ করেসপন্ডেন্ট: হামলা, মামলা, গ্রেফতার করে সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব।
তিনি বলেছেন, ‘নির্বাচনে পরাজয়ের ভয়ে সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। সারাদেশে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে, মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। এভাবে তাদের শেষ রক্ষা হবে না। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ৩০ তারিখে জনগন ভোট কেন্দ্রে যাবে।’
রবিবার(২৬ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নীরব অভিযোগ করে বলেন, ‘আমার নির্বাচনী আসনে পোস্টার লাগানোর সময় ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা শরীফ ও শিল্পাঞ্চল থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও শিল্পাঞ্চল থানা যুবদল এর সদস্য মিজান এবং আবু সুফিয়ানকে গতকাল রাতে গ্রেফতার করে শিল্পাঞ্চল থানা পুলিশ। এগুলো সুষ্ঠ নির্বাচনের লক্ষণ নয়। অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে।’\
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম/