ঘরেও মাস্ক পরার নির্দেশনা ভারতে

0 ৩৫৮
ভারতে আজ মঙ্গলবার একদিনে তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্তের কথা জানানো হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে চলেছে। আজ মঙ্গলবারও দেশটিতে তিন লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যু হয়েছে মোট দুই হাজার ৭৭১ জনের। এমন পরিস্থিতে লোকজনকে ঘরেও মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এমনটি জানানো হয়েছে।

ভারতের জাতীয় টিকাদান কার্যক্রমের প্রধান ডা. ভি কে পাল বলেন, ‘এখন থেকে ঘরেও মাস্ক পরা শুরু করতে হবে। বিশেষ করে যখন পরিবারের লোকজন একসঙ্গে বসে থাকেন। তা ছাড়া ঘরে কেউ আইসোলেশনে থাকলে সংক্রমণ ঠেকাতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।’

ভারত সরকারের শীর্ষস্থানীয় নীতি-নির্ধারণী ফোরাম নীতি আয়োগের সদস্য ডা. ভি কে পাল গতকাল সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মাস্ক অত্যন্ত জরুরি। বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না। পরিবারের সঙ্গেই থাকুন। এমনকি পরিবারের লোকজনের সঙ্গে থাকার সময়েও মাস্ক ব্যবহার করুন। এখন অতিথিদের দাওয়াত দিবেন না। এর ফলে সংক্রমণ ছড়াতে পারে।’

 

সামাজিক দূরত্ব না মানা হলে একজন করোনায় আক্রান্ত রোগী ৩০ দিনে ৪০৬ জনের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারেন বলে জানান ডা. ভি কে পাল।

 

Leave A Reply

Your email address will not be published.