চট্টগ্রামের কন্ডিশনে পেসারদের পরীক্ষা দিতে হবে
আর কদিন বাদে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট। আগামী ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ম্যাচের উইকেট কেমন হবে, বোলারদের কেমন পরীক্ষা দিতে হবে, তা নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড মনে করেন, এই কন্ডিশন অবশ্যই পেসারদের পরীক্ষা দিতে হবে।
আজ বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে অ্যালান ডোনাল্ড বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনে সবারই খুব ঘাম ঝরবে। এখানে আর্দ্রতা একটু বেশি। তবে পুরোনো বলে রিভার্স সুইং হবে। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এই কন্ডিশন পেসারদের পরীক্ষা দিতে হবে। মানসিক দৃঢ়তা থাকলে সাফল্য আসবে।’
বাংলাদেশ দলের বোলিং কোচ আরও বলেন, ‘এ ধরনের উইকেটে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক দিন এ বিষয়ে গুরুত্ব দিচ্ছি। নতুন বলে আমাদের হট জোন খুঁজতে হবে। সেখানে লম্বা সময় বোলিং করতে হবে। চোখধাঁধানো বল করলে লাভ হবে না।’
এদিকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫-১৯ মে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
Comments are closed.