নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে চতুর্থ ধাপে আরো যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মর্ডানা ইঙ্কের কোভিড-১৯ টিকা পৌঁছেছে। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে রাজশাহী আসলে, টিকার ৪টি কার্টনে ১৮ হাজার ডোজ টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ কাইয়ুম তালুকদার।
পরে সেগুলো ইপিআর সেন্টারের ওয়াক ইন কুলারে সংরক্ষন করা হয়।
জানা যায়, এতে ১৮ শত ভায়াল টিকা রয়েছে।
একেকটি ভায়ালে ১০ জন টিকা নিতে পারবে। আগামী ১৩ জুলাই মঙ্গলবার থেকে মহানগর এলাকায় মর্ডানা এবং আর উপজেলা পর্যায়ে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে। তবে পর্যাপ্ত টিকা আছে বলে জানান।