চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : কর ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদকে কারাদন্ড দিয়েছেন আদালত। শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদক তার বিরুদ্ধে এ মামলা করেছি।
আদালত তার পাঁচ বছরের কারাদন্ডাদেশ দেন। একই সঙ্গে তার ৫০ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ৪০৯ ধারায় এ রায় দেন।
এমপি হারুন ছাড়াও পলাতক আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (এমডি, চ্যানেল-৯) ৪০৯ ও ১০৯ ধারায় দুই বছর সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদন্ড ও ৪০ লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।