ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে এক যুবকের ডান হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বত্তরা। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের ৪৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। আহত যুবক উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের হযরত আলীর ছেলে আজিজ আলী (৩২)।
জানা গেছে, রোববার (১১ এপ্রিল) রাতে আজিজ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় অভিনব কায়দায় মুখোশধারীরা ঘরে ঢুকে তার ডান হাত ও পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে ঘুম ভাঙলে হাত-পায়ের দিকে তাকিয়ে রক্ত দেখতে পান আজিজ। এ সময় পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। আহত আজিজ জানান, আমার এলাকার কারো সাথে তেমন কোন ঝামেলা নেই। যদিও সামান্য থাকে তাহলে কেউ আমার এতো বড় ক্ষতি করার সাহস পাবে না।
তিনি আরো বলেন, আমি যাকে বিয়ে করেছি, সে কালিগঞ্জ-ঘোনটোলা গ্রামের আব্দুস সালামের ছেলে আলমগীর হোসেনের সাবেক স্ত্রী। তালাক হলে আমি ওই মেয়েকে বিয়ে করি। কিন্তু আলমগীর আমাকে বিভিন্ন সময় হাত-পা কেটে নেবে বলে হুমকি দিয়ে আসছিলেন। তিনি আরও বলেন, আমার ধারণা- আলমগীরের কথায় বকুল এ ঘটনাটি ঘটিয়েছে। এদিকে আজিজের স্ত্রী শিরিন শিলা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পায়নি। পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।