চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক উদ্ধার করেছে বিজিবি

২২৭
ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে ১টার দিকে চাঁনশিকারী বিওপির হাবিলদার মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০০ মেইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হোসেনভিটা এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
যার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া, ২০ সেপ্টেম্বর আনুমানিক রাত দেড়টার দিকে আজমতপুর বিওপির নায়েব সুবেদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাকমারী গ্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-১১ হাজার ৬’শ টাকা। উদ্ধার হওয়া হেরোইন ও ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Comments are closed.