ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার ১নং দেবীনগর ওয়ার্ডের খানপাড়া পাইলিং মোড় এলাকার মেসার্স ভাই ভাই অটো এন্ড ব্যাটারী হাউস দোকানের সামনে থেকে ১ জনকে গ্রেফতার করেছে র্র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ র্র্যাব ৫ (সিপিসি -১) কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানীর উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ হাজার পিস ইয়াবা, ১ টি মোবাইল, ১ টি সিমকার্ড সহ রনি (২৫)কে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রনি জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের আজিজুল হক ও পলি বেগমের ছেলে।
উল্লেখ্য যে, আটককৃত ইয়াবা ট্যাবলেট সমূহের মধ্যে নতুন ধরনের ৩৯৫ টি সাদা ইয়াবা ট্যাবলেট আটক করা হয়। বিভিন্ন গনমাধ্যম জানায় যে, নতুন ধরনের সাদা ইয়াবা ট্যাবলেট সমূহ মাদক ব্যবসায়ীরা প্রশাসনের চোখ এড়াতে অভিনব কায়দায় নতুন ধরনের ইয়াবা ট্যাবলেট সমূহ মায়ানমার হতে টেকনাফ, চট্টগ্রাম সহ বিভিন্ন রুট ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। র্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
Comments are closed.