চাঁপাইনবাবগঞ্জে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার

0 ১৭২

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: ভাষা আন্দোলনের ৭১ বছর পার হলেও জেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়নি। প্রতি বছরের ২১শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে বিপাকে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। এর কারণ হিসেবে সরকারি তহবিল বরাদ্দ না থাকা ও ম্যানেজিং কমিটির অবহেলাকে দায়ী করছেন কর্তৃপক্ষ।

আজ ২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। শিক্ষার্থীরা জানতে পারছে না দিবসটির সঠিক তাৎপর্য, ফলে জানাতে পারছে না ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।

দিবসটি উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কার্যক্রম হলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত হচ্ছে বেশ বড় সংখ্যার শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব বিদ্যালয়ে নাম মাত্র অনুষ্ঠান করা হলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না কোমলমতি শিক্ষার্থীরা। যদিও সরকারি আদেশ অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা বাধ্যতামূলক। এদিকে উপজেলার কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, তার কোনো পরিসংখ্যান বা জরিপ নেই সংশ্লিষ্ট দফতরে।

অনুমান ভিত্তিক বলা হয়, জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ওঠেনি শহীদ মিনার। অথচ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য ২০২০ সালে হাইকোর্ট আদেশ দিলেও তার কোনো কার্যকর ভূমিকা নেই। শুধু তাই নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও ২০১৬ সালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের আদেশ দিলেও তার বাস্তবায়ন হয়নি।

সূত্রমতে, চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলা ও পৌরসভা মিলে ৪৮টি সরকারি-বেসরকারি কলেজ রয়েছে, সরকারি-বেসরকারি স্কুল রয়েছে ২৫১টি এবং ১৩৫টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, আলীনগর উচ্চ বিদ্যালয়, বীর বিক্রম মোহর আলী উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট ইংলিশ স্কুলসহ অনেক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মিত হয়নি। শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সহ শিবগঞ্জ উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেও নেই শহিদ মিনার।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, শহীদ মিনার নির্মাণের জন্য কোনো বরাদ্দ না পাওয়ায় তা নির্মাণ করা যাচ্ছে না।

এ প্রসঙ্গে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. রুহুল ইসলাম জানান, তিনি যোগদানের পরপরই করোনার প্রকোপ শুরু হয়, সেকারনে বন্ধ হয়ে যায় স্কুল। অবশ্য সম্প্রতি শহীদ মিনার নির্মাণের জন্য চাহিদাপত্র সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন। অর্থ বরাদ্দ পাওয়ামাত্রই কাজ শুরু করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-আলম মুঠোফোনে জানান, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা প্রয়োজন। কিন্তু সরকারি বরাদ্দ না থাকায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এরপরও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। সকলের সমন্বয়ে পর্যায়ক্রমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে।

সচেতন অভিভাবক মহলের দাবী, ইচ্ছা থাকলেও শহীদ মিনারের অভাবে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারছে না অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জের কেজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী, নাঈম, সেঁজুতি ও মাজহারুল জানায়, তাদের স্কুলের শহীদ মিনার নেই। শহীদ মিনার না থাকায় তারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারে না। তাদের দাবি সরকারি উদ্যোগে তাদের স্কুলে যেন শহীদ মিনার নির্মাণ করা হয়। একই কথা জানিয়েছে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী, ¯েœহারানী, সুরাইয়া ও ওয়ালিদ।

একইভাবে কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জিনিয়া, সুমাইয়া ও ইতিয়ারা জানায়, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮০ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক রয়েছে। স্কুল আঙ্গিনায় শহীদ মিনার না থাকায় তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না। তাদের দাবি সরকার যাতে তাদের স্কুলটিতে শহীদ মিনার নির্মাণ করে দেয়। একই কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির নবম শ্রেণির শিক্ষার্থী জেসমিন, ফাতেমা ও রিমা।

তাই ভবিষ্যৎ প্রজন্ম ভাষা শহীদের ইতিহাস, তাৎপর্য ও সম্মান জানাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ দরকার।

একইভাবে দাবি করেন নামোশংরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির। তিনি বলেন, স্কুল আঙ্গিনায় শহীদ মিনার না থাকায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ৫/৬ কিলোমিটার পাড়ি দিয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্ত্বরে যেতে হয়, যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনেকটাই কষ্টের।

জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিজস্ব আয় দিয়ে শহীদ মিনার নির্মাণ করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.