স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের হাকিমপুরে পদ্মা নদীর পাড় থেকে মাদক সম্রাট আমিনুলকে নিজ বাড়ি থেকে অস্ত্র ও ৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইন প্যাকেজিংরত অবস্থায় গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার দুপুরে র্যাব-৫ এর রাজশাহী অফিসে অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার সংবাদ সম্মেলনে এই তথ্য জানানা।
তিনি আরো জানান, সীমান্তবর্তী হাকিমপুর এলাকাটি মাদক চোরাচালানের একটি অন্যতম রুট হিসেবে মাদক চোরাকারবারিরা দীর্ঘদিন যাবত ব্যবহার করছে। এলাকাটি পদ্মা নদীর পাড়ে হওয়ায় নদী পথে সীমান্তের ওপার থেকে নৌক াযোগে মাদক অত্র এলাকায় প্রবেশ করত, যা পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে দেওয়া হত। গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীর পাড়-সংলগ্ন হাকিমপুর এলাকায় মাদকের একটি বড় চালান মাদক সম্রাট আমিনুল চোরাচালান করে এনেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল দুইটি ভাগে বিভক্ত হয়ে কাজ শুরু করে।
একটি দল উত্তাল পদ্মা নদীতে নৌকা যোগে এবং অপর দলটি স্থলভাগে রাস্তা দিয়ে মাদক সম্রাট আমিনুল এর বাড়ীর এলাকায় পৌঁছায়। উভয় দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ করে বাড়ীটি শনাক্ত করতে সক্ষম হয় এবং তৎক্ষণাৎ বাড়ীটি ঘেরাও করে। এসময় আটককৃত আমিনুলকে হেরোইন প্যাকেজিংরত অবস্থায় আটক করা হয়।
এরপর এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীটি তল্লাশি করলে আমিনুল নিজে তার শয়ন কক্ষের টেবিলের নিচ হতে একটি প্লাস্টিকের কৌটা থেকে অবৈধ হেরোইন এর বড় অংশ ও বিপুল পরিমাণ মোটা পলিথিনের প্যাকেট বের করে দেয়। আভিযানিক দলের কাছে তথ্য ছিল আমিনুল মাদক চোরাচালানের সময়ে অস্ত্র বহন করত। সিপিএসসি এর আভিযানিক দল অধিকতর তল্লাশি শুরু করলে আমিনুলের শয়ন কক্ষের বিছানার পাশে রাখা ট্রাংকের ভেতর থেকে অবৈধ ওয়ান শুটার গানটি উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত বিপুল পরিমাণ হেরোইন ও অবৈধ অস্ত্রটি যে তার সে কথা স্বীকার করে। মাদকগুলো ঢাকাসহ সারা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় পাচার করতেন বলে প্রাথমিক ভাবে স্বীকার করেন। মাদক, অস্ত্র কিংবা জঙ্গীবাদের বিরুদ্ধে র্যাবের এধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
আমিনুল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর হাকিমপুর টুকপাড়া গ্রামের মোঃ মঞ্জুর রহমানের ছেলে।