ফয়সাল আজম অপু : “দশ পেরিয়ে এগারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড়ে এশিয়ান টিভির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব-উল-ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ডু, র্র্যাব ৫ (সিপিসি-১) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর ডিএডি মোজাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল বি এম কলেজের অধ্যক্ষ মোহাঃ আতিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও লেখক এনামুল হক তুফান,
আরও উপস্থিত ছিলেন সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মুস্তাফিজ রকি, আতিকুল্লাহ আরিফ, তাজরিন খাতুন, স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরসালিন হক, সারওয়ার জাহান ফরহাদ, হাসিবুল ইসলাম, ইয়ামিন হাসান শুভ, ট্রাফিক বিভাগের এসআই উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিক প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আসিফ ইয়াসার।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।