চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সর্বস্তরের জনগণের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) বিকেলে আলী’জ ড্রিম ফিলিং স্টেশনের আয়োজনে সদর উপজেলার বারঘরিয়া-লাহারপুর পেট্রোল পাম্প চত্তরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলী’জ ড্রিম ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান ঠিকাদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক।
আলী’জ ড্রীম ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুমন আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, রাজু আহমেদ, মাসুদুর রহমান মাসুদ, নবী ঠিকাদার, মুক্তার আলীসহ অন্যরা। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিক, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ সম্পাদক রিয়াদ, বারঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জোবায়ের সহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলী’জ ড্রীম ফিলিং স্টেশনের ম্যানেজার আবুজার গিফারী ও ক্যাসিয়ার ফরহাদ নাসিম। ইফতারের পূর্বে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হায়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মনিরুল ইসলাম।