চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক ৪

0 ১৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৪ সদস্যকে আটক করেছে। শুক্রবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এ অভিযান চালায়।

আটককৃতরা হলো, মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ রহমত আলী ওরফে আপেল (১৯), মোঃ ফারুক ইসলামের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২০), মোঃ আবু বাক্কারের ছেলে মোঃ মহিম ইসলাম (১৯) ও মোঃ তাজিমুল হকের ছেলে মোঃ সোহেল রানা (২০)। আটককৃতদের বাড়ি একই ইউনিয়নের পিয়ারাপুরে।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, মাদক সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় র‌্যাবের একটি দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালানোর সময় একটি নির্মাণাধীন বাড়ির ঘরে উক্ত গ্যাং সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাবার সময় কিশোর গ্যাংয়ের লিডারসহ ৪ জন সক্রিয় সদস্যকে আটক করে।

Leave A Reply

Your email address will not be published.