চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন

0 ৮৬

আজিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ: প্রতি বছর বাংলাদেশের অর্ধেক জমির ফসল ইঁদুরের আক্রমনের শিকার হয়। এর ফরে প্রতি বছর গড়ে ৫০০ কোটি টাকার ফসল নষ্ট হয়। আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ইঁদুর দমন অভিযান- ২০২৪ এর উদ্বোধন উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে এমন তথ্য জানান কৃষি কর্মকর্তরা।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড.পলাশ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারসহ অন্যান্যরা। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইঁদুর মেরে কার্মসুচির উদ্বাধন করেন জেলা প্রশাসক। এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে একটি র‌্যালি শহরে বের করা হয়।

Leave A Reply

Your email address will not be published.