চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যা মামলার মূল আসামি সহ গ্রেফতার ৫

0 ১৬১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার মূল আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় জেলা পুলিশ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব বিপিএম-পিপিএম (বার)।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মূল হত্যাকারী পৌর এলাকার মিলকি বাগান পাড়া গ্রামের মো. আলতাবের ছেলে, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল, চিহ্নিত সন্ত্রাসী শহরের মসজিদ পাড়ার মৃত মোয়াজ্জেমের ছেলে মাসুদ রানা ওরফে রানা, একই এলাকার মৃত আনোয়ারের ছেলে মো. ইব্রাহিম ওরফে হাবা, শহরের হুজরাপুর রেলবাগান এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে শামীম রেজা ও প্রান্তিকপাড়ার সানাউল হকের ছেলে মিলন হোসেন।
পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব বলেন, এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে ৫ জনকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের আজ সোমবার (২৪ এপ্রিল) আদালতে পাঠিয়ে তাদের রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ড পেলে তাদের জিজ্ঞাসাবাদ করে জেম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
গত বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় নামক স্থানে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র  মো. মোখলেসুর রহমান, জেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি ও সংসদ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি মেসবাউল হক টুটুল, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহিদ রানা টিপু, রানিহাটী ইউপি চেয়ারম্যান হাফেজ রহমত আলী সহ ৪৮ জনের নাম উল্লেখ করে নিহত জেমের ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.