চাঁপাইনবাবগঞ্জে ঝড় বৃষ্টির মাঝে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে স্বামী স্ত্রীর মৃত্যু 

২৮৭
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার ভোর শুরু হয় ঝড়বৃষ্টি দিয়ে। এ সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের আখিরা গ্রামে বৃষ্টির মাঝেই আম কুড়াতে গিয়ে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছে।
৯ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার সময় হতাহতের এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, আখিরা গ্রামের মৃত. জয়নাল আবেদীনের ছেলে খাইরুল ইসলাম (৫০) ও একই গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪৫)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ বজ্রপাতে স্বামী স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হাসান এ প্রতিবেদককে জানান,  বজ্রপাতে ২ জন নিহতের ঘটনায় সরকার নির্ধারিত ২০ হাজার করে ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ঝড়বৃষ্টির সময় ইউনিয়ন বাসীকে নিরাপদ ও সজাগ থাকার আহবান জানান চেয়ারম্যান আনোয়ার হাসান।
এদিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও ভোলাহাট উপজেলায় ঝড়ে ক্ষতি হয়েছে। গাছ উপড়ে গেছে, ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি। সদর উপজেলায় ঝড় হয়নি তবে বৃষ্টি হয়। অন্যান্য উপজেলাতেও আকাশ মেঘলা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়।

Comments are closed.