চাঁপাইনবাবগঞ্জে তুহিন পরিবহনের ঢাকা কোচে সর্ট সার্কিটে আগুন, আহত ১

0 ১৫৮
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা তুহিন পরিবহনের একটি ঢাকা কোচ আগুনে পুড়ে গেছে। কেবিন সহ কোচটির বেশির ভাগ অংশ ওয়েল্ডিং করতে গিয়ে সর্ট সার্কিটে আগুন লেগে যায়।
২৭ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা বাসস্ট্যান্ডে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
এ সময় তুহিন পরিবহনের পাশে থাকা আরো দুটি বাস সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১ টার দিকে তুহিন পরিবহরের লোকজন বাসটিতে ওয়েল্ডিংএর কাজ করছিলেন। এতে সর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি আরও তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।
আইয়ুব আলী (২৮) নামে ওই ওয়েল্ডিং মিস্তিরি আহত হলে তাকে ২৫০ সয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানেন না বলে দাবি করেছেন তুহিন পরিবহনের মালিকপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.