চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন ইভান আলী। নামাজ পড়া শেষ করে বাইরে এসে অটোরিকশা না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই রিকশাচালক।
রোববার (১৬ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদের পাশে গ্লোরি কম্পিউটার সেন্টারের সামনে থেকে চোর চক্র তার অটোরিকশাটি চুরি করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইভান আলী জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে পিয়নের অস্থায়ী চাকরি করেন। স্কুল থেকে তিনি মাসে ৬ থেকে ৭ হাজার টাকা বেতন পান। কিন্তু তার এই সামান্য বেতনের টাকা দিয়ে পরিবার চালানো সম্ভব নয়। তাই তিনি অবসর সময় বা রাতের বেলায় বাড়তি আয়ের আশায় অটোরিকশা চালান। তিনি অটোরিকশাটি লোন করে ক্রয় করেছেন। তার মাসিক কিস্তি লাগে ১৮০০০ টাকা।
ইভান আলী বলেন, আমি এখন কিভাবে কিস্তি পরিশোধ করব ও সংসার চালাব। আমার পরিবার এখন না খেয়ে থাকবে। আর মাত্র কদিন পর ঈদ, আমি এখন কি করব। তার এমন কান্নার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তার বিদ্যালয়ের শিক্ষক মাহবুব আলম।
শিক্ষক মাহবুবুল হক বলেন, ইভানের অটোরিকশা চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ইভান আলী অনেক দরিদ্র। সে স্কুলে চাকরির পাশাপাশি রাতের বেলায় অটোরিকশা চালান। ঋণের টাকায় কেনা অটোরিকশা হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছেন।
এরপর রাতেই ইভান আলীকে সঙ্গে নিয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় চুরি হওয়া অটোরিকশার জন্য সাধারণ ডায়েরি করেন। এসময় তিনি অটোরিকশাটি দ্রুত উদ্ধারের চেষ্টা করার জন্য প্রশাসনকে অনুরোধ করেন। এছাড়াও সমাজসেবক ও বিত্তবানদের তার এই দুঃসময়ে পাশে থাকার আহ্বান জানান।
ওসি, তদন্ত মাহফুজুল হক চৌধুরী জানান, চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।