চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে  নিহত ৩

0 ১৬৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন, শাহজাহানপুর ইউনিয়ন ও দেবীনগর ইউনিয়নে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে।

নিহত ৩ জন হচ্ছে, সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের সোনাপট্রি গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম  (৩৫) ও শাহজাহানপুর ইউনিয়নের মফিজ  উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও দেবীনগর ইউনিয়নের মোজাম্মেলের ছেলে ইসারুল (৪২)।

জানাগেছে, ৪ মে বৃহস্পতিবার বিকেলে বজ্রপাত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ইসারুল পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত রফিকুল ধান কাটতে গিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় এবং নিহত জাহাঙ্গীর চাঁদতারা মসজিদের নিকট দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় সে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন বজ্রপাতে ৩ জন নিহতের বিষয় টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.