চাঁপাইনবাবগঞ্জে রেল দূর্ঘটনার কবল থেকে প্রাণে রক্ষা পেলেন ১৬ শিক্ষার্থী

১৮১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় রেল দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন একটি স্কুলের ১৬ জন শিক্ষার্থী। বুধবার (৯ নভেম্বর) সকালে পৌর এলাকার আলীনগর হাজিমোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আতঙ্কিত শিশুদের হাসপাতালে নেয়া হয়।
জানা গেছে, জেলা শহরের এশিয়ান স্কুলের ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি মাইক্রোবাস পৌর এলাকার স্কুলের দিকে আসছিল। পথিমধ্যে মাইক্রোবাসের তেল শেষ হওয়ায় গাড়িটি রেল লাইনের ধারেই দাড় করিয়ে তেল আনতে যায় ওই গাড়ির চালক। এসময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামি কমিউটার ট্রেনটি ছেড়ে গেলে হাজিমোড় এলাকায় মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে মাইক্রোবাসের কিছুটা ক্ষতি হলেও, হতাহতের ঘটনা ঘটেনি।
এশিয়ান প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বলেন, স্কুলের মাইক্রোবাসে ১৬ জন শিক্ষার্থী ছিল। তারা সবাই ভিন্ন-ভিন্ন ক্লাসের শিক্ষার্থী। কারো ক্ষতি হয়নি। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ছাবের আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পৌঁছে আহত কাউকে পাওয়া যায়নি। ছোট শিশু হওয়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার শহিদুল আলম বলেন, রেল দুর্ঘটনাটি থেকে রক্ষা পেয়েছে একটি স্কুলের মাইক্রোবাস। কোন হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ, চলতি বছরের ২৪ জানুয়ারী সকালে একই স্থানে রেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়।

Comments are closed.