চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযান বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও গাঁজাসহ আটক-২

0 ১১৪
চাঁপাইনবাবগঞ্জ, নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের পৃথক অভিযানে অভিযানে বিপুল পরিমান বিষ্ফোরকদ্রব্য ও গাঁজাসহ ২ জন আটক হয়েছে।
রবিবার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য ও ২ কেজি কয়লাসহ হাতেনাতে গ্রেফতার হয় একই এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল (২৫)।
অপর অভিযানে রবিবার রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিশ^রোড মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আটক হয় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা সাতরশিয়া মান্নান মোড়ের মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ রিপন (২০)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক অভিযানে ৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য ও ২ কেজি কয়লা এবং ৬ কেজি গাঁজাসহ ২ জন আটকের বিষয়টি রবিবার দুপুরে এক প্রেসনোটে নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.