চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

0 ৯৮
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের ব্যবস্থাপনায়, ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়া’র সৌজন্যে ও  ৯ বীর (মেকানাইজড) এর আয়োজনে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে ৪ শো দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় মহারাজপুর ইউনিয়নের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহসিন রেজা, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর  (মেকানাইজড) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি, মেজর মোঃ রাগীব আসেফ, লেঃ সৈয়দ রিজওয়ান আহমেদ অনিম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.