চাঁপাইনবাবগঞ্জে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ভ্যাক্সিনেশন কার্যক্রম’ উদ্বোধন

২৮১

ফয়সাল আজম অপু : দেশে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষায় ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ভ্যাক্সিনেশন কার্যক্রম’ উদ্বোধন করা হয়েছে।  রোববার (১৬ অক্টোবর) সকালে কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

মেয়র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে ও সিভিল সার্জন অফিসের সহযোগিতায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান, সিভিল সার্জন এস এম মাহমুদুর রহমান, এনডিসি মোঃ তৌফিক আজিজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফ,প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতিমা জিনিয়া।

Comments are closed.