ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদুল আজহা উপলক্ষে ৪৩৯টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে। সকাল ৭টায় সেখানে ঈদের জামাত হবে।
চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৩৪টি, শিবগঞ্জ উপজেলায় ১০৪টি, নাচোল উপজেলায় ৬০টি, গোমস্তাপুরে ১১৪টি, ভোলাহাট উপজেলায় ২৭টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৩৯টি তালিকাভুক্ত ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া কিছু অস্থায়ী ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, জেলার প্রধান ঈদের নামাজ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে জেলা শহরের কেন্দ্রীয় ফকির পাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।
Comments are closed.