নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার (বিএএমএস, পিভিএম)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ন কবির।
ভোলাহাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার ও নাচোল উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ গোলাম সাকলাইন এর উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর প্রমূখ।
বক্তাগণ বলেন, নির্বাচন, দুর্গাপূজা, ঈদ উৎসব, বিভিন্ন পরীক্ষাকেন্দ্র এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা সাহসিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।
যেকোন স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে সর্বাধিক সংখ্যক আনসার-ভিডিপি সদস্য-সদস্যা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে থাকে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজা উপলক্ষ্যে বাহিনীর সদস্য-সদস্যাদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধিতে প্রধান আলোচক রেঞ্জ কমান্ডার কামরুন নাহার (বিএএমএস, পিভিএম) দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করেন। সমাবেশ শেষে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কৃতিত্বপূর্ণ কাজে সাফল্য ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।
জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সার্বিক তত্বাবধানে আয়োজিত সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা/জেলার বিভিন্ন থানা হতে আগত আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রীসহ ২৫০ জনের অধিক আনসার-ভিডিপি সদস্য-সদস্যা সমাবেশে অংশগ্রহণ