চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের সাফল্য–আলোচিত ছিনতাই ও হত্যা মামলায় গ্রেপ্তার ২

১২৭

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার-আড়গাড়াহাট সড়কে ছিনতাই ও হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত আসামি লালচান ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার হত্যা ও ছিনতাই মামলায় ২ জনকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ি এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে মো. লালচান (৩১) ও একই উপজেলার চাকলা ডুবলিপাড়ার
আব্দুস সামাদের ছেলে মো. রুবেল (২৬)। রোববার (৯ অক্টোবর) দুপুরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

জানা গেছে, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ও ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ৪ দিনের মাথায় লালচান ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু করে।

পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে এসে আসামীদের দেয়া তথ্যর ভিত্তিতে নাচোল উপজেলার বহিপাড়া চন্দনা গ্রামে আসামি রুবেলের বোনের বাড়ি থেকে নিহত জুয়েলের ছিনতাই করে নিয়ে যাওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়।
আসামিদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানায় গোমস্তাপুর উপজেলার বেলালবাজার-আড়গাড়াহাট সড়কের কুইচাগাঁড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল নামে ১ পেয়ারার বাগান ব্যবসায়ী নিহত ও সাদ্দাম নামে অপর ১ জন আহত হয়।

 

Comments are closed.