ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে বেহুলা ইয়াং স্টার প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত বিগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের বেহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি আরাফুল ইসলাম আজিজি, সাধারণ সম্পাদক মহসিন রেজা বাবু, সাবেক চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিঞা ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা ক্লাবের সামনের দোকানদার বৃদ্ধ সাবেদ আলী জানান, আমার বয়স প্রায় ৭০ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ৭ থেকে ৮ হাজার বলেও জানান।থ
এ বিষয়ে গোবরাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আরাফুল ইসলাম আজিজি জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। খেলা শেষে দর্শকদের মধ্যে ভুল বুঝাবুঝির কারনে কিছুটা অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আমাদের আয়োজক কমিটির ছেলেরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি, আমরা আগামীতে আবারও এ ধরনের খেলার আয়োজন করবো।
এই ফাইনাল ফুটবল টুর্নামেন্টে নির্ধারিত সময় খেলা শেষ হওয়া পর্যন্ত কোনো গোল না হওয়ায় ট্রাইবেকারে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এফসি মর্নিং দল গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ বন্ধু ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলের পরিচালক মুখতার হোসেন জয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সত্যি আমি খুব আনন্দিত আমার দল জয় ছিনিয়ে আনার জন্য। ভবিষ্যতেও আমি খেলার ব্যপারে দলের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো।
খেলাটি পরিচালনা করেন রেফারি আলম, সাথে ছিলেন সহ রেফারি পুতুল ও অহিদুল ইসলাম।
খেলার ধারাভাষ্যে ছিলেন মো. শহিদুল ইসলাম শহিদ।
টুর্নামেন্টের প্রধান আয়োজক ছিলেন সানাউল ইসলাম সোহাগ সহযোগিতায় ছিলেন সজল আহমেদ ও ইমন আহমেদ।
এ সময় প্রধান আয়োজক সানাউল ইসলাম সোহাগ বলেন, শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলাসহ বিভিন্ন সমাজ সেবা মূলক কার্যক্রমে আমাদের যুব সমাজকে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহ দিতে হবে। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে চেতনা তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এই ফুটবল টুর্নামেন্ট। মাদকের ভয়াল থাবা থেকে ফিরে এসে আলোকিত সমাজ গড়ার জন্যও এই টুর্নামেন্ট অগ্রনী ভূমিকা রাখবে। যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
Comments are closed.