চাটমোহরে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

২১৮
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার চাটমোহর থানা পুলিশ ২০০ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় চাটমোহর থানা এলাকায় অভিযান পরিচালনা করে থানার এস আই মোঃ সরোয়ার হোসেন, সঙ্গীয় এ এস আই মোঃ মোস্তাফিজার রহমান ফোর্সসহ চাটমোহর থানাধীন পার্শ্বডাঙ্গা ইউনিয়নের অলিপুর সুইচগেট সংলগ্ন জনৈক মোঃ বাবলু মোল্লা (৬২), পিতা মৃত মারু মোল্লা, সাং অলিপুর থানা-চাটমোহর,জেলা-পাবনা এর মুদি দোকানের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আসামী মোঃ আমিন উদ্দিন (৩৩),পিতা মোহাম্মদ মোল্লা,সাং অলিপুর,থানা-চাটমোহর, জেলা- পাবনাকে ২০০ (দুই শত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়েছে।

Comments are closed.