চাটমোহরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

২১৫

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী সার্স নেতৃত্বের বিকল্প নেই-বিশ্ব স্বাস্থ্য নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন”-এ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নার্সিং সুপারভাইজার ইতি রানী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার আরমিনা আকতার ঝুমি। বক্তব্য দেন,সিনিয়র স্টাফ নার্স সেলিনা পারভীন,ওয়ার্ড ইনচার্জ মোঃ মোজাম্মেল হক,সিনিয়র স্টাফ নার্স রুমা খাতুন প্রমূখ। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক,নার্স,কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক,ওষুধ কোম্পানীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Comments are closed.