
মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১ টার দিকে আতাউর কলেজের দক্ষিন দিকে লিচু বাগান থেকে মেয়েদের দেখিয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গী করতে থাকে। শিক্ষার্থীদের বাজে ইশারা করে ডাকতে থাকে। দীর্ঘ সময় এই কর্মকান্ড করতে থাকলে শিক্ষার্থীরা শিক্ষকদের বিষয়টি জানায়। এসময় শিক্ষক কর্মচারী ও এলাকাবাসী আতাউরকে ভ্যান সহ আটক করে।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিনা খাতুন মহিলা ডিগ্রী কলেজে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোষী প্রমানিত হওয়ায় আতাউর কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এসময় চাটমোহর থানা পুলিশ উপস্থিত ছিল।