চাটমোহরে এই প্রথমবারে নারী চেয়ারম্যান নির্বাচিত

১৭৮

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে: পাবনার চাটমোহরে এই প্রথমবারে কোনো নারী চেয়ারম্যান নর্বাচিত হলেন। ২৮ নভেম্বর অনুষ্ঠিত উপজেলার নিমাইচড়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষিকা নুরজাহান বেগম মুক্তি।

তিনি ৬ হাজার ২৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন। ইতোপূর্বে চাটমোহরের ১১টি ইউনিয়নের উপজেলার কোন ইউনিয়নেই নারী চেয়ারম্যান নির্বাচিত হননি।

চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রী কলেজের প্রভাষিকা নুরজাহান বেগম মুক্তি নির্বাচিত হওয়ার পর বলেন, জনগণ আমাকে যে রায় দিয়েছেন,তা মর্যাদা রাখবো। সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নসহ ইউনিয়নের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো।

Comments are closed.