
মোঃ হেলাল উদ্দিন (প্রতীক : হাতি) এবং মোঃ সাইদুল ইসলাম পলাশ (প্রতীক : তালা) উভয়ে সম-সংখক ৬৩টি করে ভোট পেয়েছেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় লটারি হবে এবং সেখানেই ভাগ্য নির্ধারণ হবে।
উল্লেখ্য যে চাটমোহরে ভোটার ছিল ১৫৯ জন ভোট পড়েছে ১৫৮।
Comments are closed.