আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে: পাবনার চাটমোহরে ওএমএস চাল ও আটা কেনায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। খোলা বাজারে চাল ও আটা কিনতে আসা মানুষের ভিড়ে হারিয়ে গেছে স্বাস্থ্যবিধি। প্রদিদিনই চাল ও আটা কেনার জন্য নারী-পুরুষের ভিড় বাড়ছে।স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকেই চাল ও আটা কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লাইনও। এ সময় কেউই মানছিলেন না সামাজিক দূরত্ব এবং অনেকের মুখেই মাস্কছিল না।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের আওতায় চাটমোহর শহরের চারটি পয়েন্টে (ওএমএস) স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। প্রতিটি ডিলারকে সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন ১ হাজার ৫০০ কেজি চাল ও ১ হাজার কেজি আটা বরাদ্দ দেয়া হচ্ছে।
ডিলারদের কাছ থেকে প্রত্যেক ব্যক্তি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন। চাল প্রতি কেজি ৩০ টাকা ও আটা ১৮ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে। ডিলাররা বলছেন, ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তারা।
Comments are closed.