চাটমোহরে গণটিকার দ্বিতীয় ডোজে উপচে পড়া ভীড়

১৮৮

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে: পাবনার চাটমোহরে গণটিকার দ্বিতীয় ডোজ নিতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ৭ সেপ্টম্বরে চাটমোহরের ১১টি কেন্দ্রে তৃণমুল পর্যায়ে গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়।

চাটমোহরে টিকা নিতে সকাল থেকেই টিকাদান কেন্দ্রে ভীড় করছেন প্রথম ডোজ নেয়া সাধারণ মানুষ। মোটামুটি বেশ শান্তিপূর্নভাবে টিকাদান সম্পন্ন হয়। তবে স্বাস্থ্যবিধি মানতে তাদের মধ্যে আগ্রহ দেখা যায়নি।

এর আগে গত ৭ আগস্ট চাটমোহর উপজেলায় মোট ৬ হাজার ৬০০ জনকে দেয়া হয়েছিল প্রথম ডোজের টিকা। এবার তাদেরই দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

চিকিৎসক, নার্স, গ্রাম পুলিশ, আনসার সদস্য, পুলিশ বাহিনী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা স্বত:স্ফূর্ত সহযোগিতা করায় তাদের এই কাজ শান্তিপূর্নভাবে শেষ হয়েছে।

Comments are closed.