চাটমোহরে জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য একাধিক সদস্য প্রার্থী মাঠে নেমেছেন

২০২

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : জেলা পরিষদ নির্বাচনে চাটমোহরে সম্ভাব্য একাধিক সদস্য প্রার্থী মাঠে নেমেছেন। সর্বত্র এখন আলোচনা জেলা পরিষদ নির্বাচন নিয়ে। আগামী ১৭ অক্টোবরের জেলা পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে পাবনার চাটমোহরেও। পাবনা জেলা পরিষদ নির্বাচনে চাটমোহর উপজেলার (১নং এলাকা) সম্ভাব্য সদস্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। কেউ কেউ মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। দোয়া,সমর্থন ও ভোট চেয়ে ভোটারদের কাছে ছুটছেন তারা।

চাটমোহর উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাঠে নেমেছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পলাশ, নিমাইচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক।

চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত এলাকায় মহিলা সদস্য প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন। এদের মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য গুলশাহান আরা লিপি, চাটমোহর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়িকা সাজেদা রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, রানী খাতুনের নাম শোনা যাচ্ছে।

Comments are closed.