আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে: পাবনার চাটমোহরে প্রায় প্রতিদিনের বৃষ্টিতে এলাকাবাসীর ভোগান্তি বেড়েছে। গত কয়েকদিন ধরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। থেমে থেমে বৃষ্টি হচ্ছে প্রায় দিনই। এতে বিভিন্ন সড়কে পানি জমে গেছে, জনজীবনে সৃষ্টি হয়েছে ভোগান্তি। আরও এক সপ্তাহ এমন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
লকডাউন শীথিল হওয়ায় অনেকেই বৃষ্টির মাঝেই বাইরে বের হচ্ছেন। এরই মধ্যে সড়কে অসংখ্য যানবাহন চলেছে। চাটমোহর পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলা বৃহৎ অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখান থেকে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই।
এদিকে টানা বৃষ্টিতে উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রধান গেটে, চাটমোহর হাসপাতাল গেট, প্রাণিসম্পদ দপ্তরে সামনেসহ পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।