চাটমোহরে নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ গ্রেপ্তার ১

0 ১৭৭
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে নকল ব্র্যান্ডরোলসহ সাড়ে ১৩ লাখ শলাকা বিড়ি উদ্ধার করেছে। এ সময় গ্রেপ্তার করেছে একজনকে।
সোমবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান ও সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব- ১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল
পাবনা জেলার চাটমোহর উপজেলার কুবিরদিয়া গ্রামে কাশেম প্রামাণিক এর বাড়িতে অভিযান চালিয়ে নকল ব্রান্ডরোলযুক্ত সাড়ে ১৩ লাখ শলাকা বিড়িসহ ১ জন বিড়ি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যবসায়ী ওই গ্রামের মিন্টু (৪২)।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মিন্টু র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে, তিনি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন।
পরে জব্দকৃত বিড়িসহ মিন্টুর বিরুদ্ধে মামলা করে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.