চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার চাটমোহরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে আন্দোলন গড়ে তোলার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম সভাপতিত্বে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আঃ হামিদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন। বিষয়বস্তু উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেন।
সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী,ইউপি চেয়ারম্যান নুর জাহান বেগম মুক্তি,ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান, প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ।
Comments are closed.