চাটমোহরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

0 ২১৩
চাটমোহর (পাবনা) সংবাদদাতা: পাবনার চাটমোহরে মোটরসাইকেলের ধাক্কায় আহত এক বৃদ্ধ দুর্ঘটনার কয়েক ঘণ্টার পর মারা গেছেন।
 ৫ জুন বিকাল ৪টার দিকে পাবনা-চাটমোহর সড়কের ভবানিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসীর থেকে জানা যায়, উপজেলার ভবানীপুর গ্রামের গাদন প্রামানিক সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে, সড়কে পড়ে যান তিনি। গুরুত্বর আহত অবস্থায় থাকে তড়িঘরি করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরিস্থিতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে চিকিৎসার পরামর্শ দেন সেখানকার চিকিৎসক।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে সোমবার (৬ জুন) রাতে তার মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.