চাটমোহরে মোবাইল ফোন থাকায় পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

0 ১৯০
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দায়িত্ব পালন করায় এক শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে ২ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র (ফাজিল) মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দায়িত্ব পালন করছিলেন কক্ষ পরিদর্শক উপজেলার খতবাড়ি দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ সোহেল রানা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে ওই কক্ষে প্রবেশ করেন এবং শিক্ষকের কাছে ফোন পান।
এসময় তিনি কেন্দ্র সচিবকে নির্দেশ দেন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার। একই সাথে আগামী ২ বছর তিনি পরীক্ষা কেন্দ্রে কোন দায়িত্ব পালন করতে পারবেন না বলে নির্দেশনা প্রদান করেন।
কেন্দ্র সচিব মওলানা মোঃ আবু ইসহাক বিষয়টি নিশ্চিত করে জানান,ওই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.