পাবনা প্রতিনিধি : রাজশাহী এ্যালামনাই এসোসিয়েশন (রুয়া) পাবনা শাখার উদ্যোগে চাটমোহর উপজেলার প্রত্যন্ত এলাকায় দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রবিবার ২৮ জানুয়ারি-দুপুরে উপজেলার করকোলায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন।
রাজশাহী এ্যালামনাই এসোসিয়েশন (রুয়া) পাবনা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাবু। এছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ও সম্প্রদায় প্রধান খিতিস দাস।
শেষে রুয়ার উদ্যেগে আগত অতিথিবৃন্দ দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।