
সমাজসেবা অধিদফতরের চিকিৎসা সহায়তা কর্মসূচির আওতায় পাবনার চাটমোহরে ৩৮ জন গরীব রোগীর মাঝে ১৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ব্যাংক চেকের মাধ্যমে প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা।
সুফলভোগীরা আলাদাভাবে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত।
বুধবার( ৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে চেক তুলে দেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসন। অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মমতাজ মহল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, সুধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।