চাটমোহরে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

২৮৭
 চাটমোহর (পাবনা) প্রতনিধি: পাবনার চাটমোহরে সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার চাটমোহর রেলবাজারস্থ এলএসডি গোডাউনে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শরিফুল ইসলাম, কৃষক প্রতিনিধি আঃ মান্নান মুন্নাফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ তৈয়ব উল্লাহ খান।
চলতি সংগ্রহ মৌসুমে চাটমোহরে উপজেলায় ১ হাজার ৩৪৭ টন ধান এবং ১ হাজার ১৬২ টন চাল সংগ্রহ করা হবে বলে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জানিয়েছেন।

Comments are closed.