চাটমোহরে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারী চলছে

১৮৯

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর রেল স্টেশনে কোনভাইে যেন ট্রেনের টিকেট কালোবাজারী থামছে না। কালোবাজারে অতিরিক্ত দামে টিকেট বিক্রি চলছে অনেকটা প্রকাশ্যেই। সংশ্লিষ্টরা জেনেই এ বিষয়ে কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেনা।

ঈদ পরবর্তী সময়ে চাটমোহর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারী মহামারী আকার ধারণ করেছে। ৩/৪ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এই টিকেট। শনিবার চাটমোহর রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, টিকেট ছাড়ার ১০/১৫ মিনিটের মধ্যেই সব টিকেট শেষ হয়ে যাচ্ছে।

কালোবাজারী সিন্ডিকেট শুধু চাটমোহরের টিকেটই নয়। তারা রাজশাহী-ঢাকা, ঈশ^রদী-ঢাকাসহ সকল স্টেশনের টিকেট কেটে নিচ্ছে। পরে সেই টিকেট বিক্রি করছে চড়াদামে। চাটমোহর রেলওয়ে স্টেশনের একাধিক চাস্টলে কালোবাজারী সিন্ডিকেটের সদস্যরা টিকেট বিক্রি করছে।

টিকেট না পেয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অনেকেই কালোবাজারীদের কাছ থেকে টিকেট কিনতে বাধ্য হচ্ছেন। তবে রেলওয়ের কোন কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। ট্রেনের টিকেট কালোবাজারী অব্যাহতভাবে চললেও,প্রশাসন তা বন্ধ করতে পারছেন না।

Comments are closed.