আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে: পাবনার চাটমোহরে ১১ ইউেিনয়নে চেয়ারম্যান পদে ৪০ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। রয়েছে আ.লীগের একাধিক বিদ্রোহী প্রার্থীসহ বিএনপি নেতাদের মনোনয়নপত্রও। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। নির্বাচনে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের ১১জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে ৭জন এবং আওয়ামী লীগের স্থানীয় ৬ নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় বিএনপির ৭ জন নেতা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০জন, সাধারণ সদস্য পদে ৪০৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। হান্ডিয়াল ইউনিয়নে রবিউল করিম মাস্টার (আ.লীগ), গোলবার হোসেন (স্বতন্ত্র), মোঃ হাবিবুর রহমান (স্বতন্ত্র) ও ছহির উদ্দিন স্বপন (বিএনপি-স্বতন্ত্র)।
এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৯জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছাইকোলা ইউনিয়নে নুরুজ্জামান নুরু (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী), বোরহান উদ্দিন সরকার (আ.লীগ বিদ্রোহী), আতাউর রহমান তোতা ( বিএনপি-স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪১জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিলচলন ইউনিয়নে আবুল কালাম আজাদ (আ.লীগ), মোহাম্মদ আলী (বিএনপি-স্বতন্ত্র), মোঃ আকতার হোসেন (আ.লীগ বিদ্রোহী) ও মোঃ ইউনুস আলী (বিএনপি-স্বতন্ত্র) ও মোঃ শরিফ (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মূলগ্রাম ইউনিয়নে রাশেদুল ইসলাম বকুল (আ.লীগ), মোঃ গিয়াস উদ্দিন (বিএনপি-স্বতন্ত্র), শহিদুল ইসলাম (আওয়ামী লীগ-স্বতন্ত্র) ও জাহিদুল ইসলাম (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নিমাইচড়া ইউনিয়নে নুরজাহান বেগম মুক্তি (আ.লীগ), আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে আল মামুন (স্বতন্ত্র) ও মোঃ আক্কাস আলী (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশর্^ডাঙ্গা ইউনিয়নে মোঃ আজাহার আলী (আ.লীগ) ও রবিউল করিম তারেক (বিএনপি-স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফৈলজানা ইউনিয়নে মোঃ হানিফ উদ্দিন (আ.লীগ), মোঃ হাফিজুর রহমান হাফিজ (আ.লীগ বিদ্রোহী),আবুল হোসেন রানা (স্বতন্ত্র) ও আবু জাফর (ইসলামি শাসনতন্ত্র আন্দোলন)।
এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গুনাইগাছা ইউনিয়নে মোঃ নুরুল ইসলাম (আ.লীগ),রজব আলী বাবলু (আ.লীগ বিদ্রোহী),হাবিবুর রহমান হাবিব (আ.লীগ বিদ্রোহী) ও আশরাফুল ইসলাম (আওয়ামী লীগ-স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মথুরাপুর ইউনিয়নে মোঃ শাহ আলীম (আ.লীগ),আবুল কালাম আজাদ (বিএনপি-স্বতন্ত্র) ও মোঃ মাসুদ রানা (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)।
এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ডিবিগ্রাম ইউনিয়নে মোঃ নবীর উদ্দিন মোল্লা (আ.লীগ),আনিসুর রহমান আনসু (বিএনপি-স্বতন্ত্র),শামীম হোসাইন (আওয়ামী লীগ-স্বতন্ত্র),আঃ আজিজ (স্বতন্ত্র).আলম সরকার (আওয়ামী লীগ-স্বতন্ত্র) ও মোছাঃ আরিফিন আকতার লিলি (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এবং হরিপুর ইউনিয়নে মোঃ মবুল হোসেন বাচ্চু (আ.লীগ), মোঃ আফজাল হোসেন (আ.লীগ বিদ্রোহী),আলহাজ¦ মোজাম্মেল হক (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Comments are closed.