চাটমোহর সংবাদদাতা : পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিদ্যুৎ সভাপতি, সিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোকলেসুর রহমান বিদ্যুৎ সভাপতি ও শেখ জিয়ারুল হক সিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোকলেসুর রহমান বিদ্যুৎ ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন পেয়েছেন ২৯১ ভোট।
সাধারণ সম্পাদক পদে শেখ জিয়ারুল সিন্টু ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মুতালিব পেয়েছেন ৩২৭ ভোট। সহ-সভাপতি পদে আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে এনামুল হক ৪৬৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রহমান ৫৫৯ ভোট, দপ্তর সম্পাদক পদে নুর মহাম্মদ রান্টু ৫৭৪ ভোট, প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম ৫৭৮ ভোট, বাণিজ্যিক সম্পাদক পদে নুরুল ইসলাম ৪৭০ ভোট, সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল ইসলাম ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে কোষাধ্যক্ষ পদে সুদাম দত্ত, কার্যনির্বাহী সদস্য পদে সাইফুল ইসলাম ও আশরাফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান গণনা শেষে শুক্রবার রাত পৌনে এগারোটার এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
Comments are closed.