চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলিসহ মোঃ রেজাউল নামের এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার র্যাব-৫। শনিবার দুপুরে রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রেজাউল রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিরালদহ মাজার এলাকার আমজাদ আলীর ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহীর চারঘাটের হলিদাগাছী বালিকা বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে সেই ব্যক্তি কৌশলে পালানোর সময় র্যাব-৫ এর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এ ব্যাপারে চারঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।
Comments are closed.