চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সকালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটি আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য আবাসিক (আরএমও) ডাঃ আতিকুল হক এর সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক কর্মকর্তা শফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন চারঘাট রির্পোটাস ক্লাবের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে এগারোটায় পরিষদ হলরুমে উপজেলা প্রমাসন আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সোহরাব হোসেন ।