চিত্রনায়িকা মিমের বিয়ে!

২৭৭

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মঙ্গলবার (৪ জানুয়ারি)। বিয়েতে দাওয়াত পেয়েছেন এমন একাধিকজন এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মরীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন এই নায়িকা। বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তাঁর ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন।

যদিও এনটিভি অনলাইনের কাছে এই বিয়ের খবর অস্বীকার করেছেন বিদ্যা সিনহা মিম।

গেল বছরের জন্মদিনের সন্ধ্যায় বিদ্যা সিনহা মিম জানান, তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম।

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি।

Comments are closed.