চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, ১৪ শ্রমিক নিহত

0 ২৮৭

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুইচো প্রদেশের একটি কয়লাখীনতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় এখানো দুই শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে রয়েছেন।

আজ (মঙ্লবার) সকালের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের দেয়া খবর অনুযায়ী, খনি থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে এবং আটকা পড়াদের উদ্ধারের জন্য কাজ অব্যাহত রয়েছে।

এর কয়েকদিন আগে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি কয়লাখনিতে বন্যায় পাঁচজন নিহত ও ১৩ জন আটকা পড়েছিল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছিল, তখন ওই খনিতে ৩৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

গত মাসে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে অন্য এক কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৫ শ্রমিক নিহত হয়েছেন। আইন অমান্য করে ওই খনিতে কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে এ বিস্ফোরণ হয় বলে জানা গেছে। চীনে প্রচুর পরিমাণে কয়লাখনি রয়েছে তবে এসব খনিতে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট দুর্বল।

Leave A Reply

Your email address will not be published.